রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় নাশকতা মামলার আসামি আসাদ মোল্লা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫

খুলনায় নাশকতা মামলার আসামি আসাদ মোল্লা গ্রেফতার
অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হলো শেখ পরিবারের ঘনিষ্ঠজন বলে খ্যাত যুবলীগ নেতা আসাদ মোল্লা। 
তাকে আজ একটি নাশকতা মামলার আসামি হিসেবে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। দিঘলিয়া থানায় তার বিরুদ্ধে নাশকতার  মামলা রয়েছে। 
পুলিশের একটি সূত্র জানায়, আসাদ মোল্লার নামে এলাকায় বেশ কয়েক বছর যাবত দখলদারিত্ব চাঁদাবাজি এবং বিভিন্ন নাশকতার অভিযোগ রয়েছে। শেখ পরিবারের নাম করে উক্ত আসাদ মোল্লা বিভিন্ন সময়  নানা রকম অপকর্মে মেতে ওঠে।  যে কোন সময় এই আসাদ সিন্ডিকেটের মাধ্যমে এলাকায় বড় ধরনের নাশকতা সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা তুলে ধরে একাধিক গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে বলে সূত্রটি জানায়। 
এদিকে আসাদ মোল্লা গ্রেপ্তার হওয়ার পর উক্ত এলাকার মানুষের মনে স্বস্তি  ফিরে এসেছে।
0 Comments